ঝিনাইদহ প্রতিনিধি

  ২৮ নভেম্বর, ২০২৩

স্ত্রী ও সন্তানকে হত্যায় বাবার মৃত্যুদণ্ড

ঝিনাইদহে স্ত্রী ও সন্তানকে হত্যার ঘটনায় মো. সুজন (৩৫) নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আব্দুল মতিন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত সুজন শৈলকুপা উপজেলার দোহা-নাগিরাট গ্রামের বাসিন্দা।

জানা যায়, সুজনের পরকিয়া নিয়ে স্ত্রী ইয়াসমিনের সঙ্গে ঝগড়া-বিবাদ হত। এর জেরে ২০১৬ সালে স্ত্রী ও সন্তানের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে অভিযোগ দায়ের করে ইয়াসমিন এর মা সালেহা বেগম। পরে আদালত সেটি এজাহার হিসাবে গণ্য করেন।

পরে আদালতের আদেশে শৈলকুপা থানাপুলিশ জানতে পারে সুজন ফরিদপুরের সদরপুর থানার একটি গ্রামে আত্নগোপনে আছে। সেখানে গিয়ে জিঙ্গসাবাদ করলে সুজন স্বীকার করে যে তার স্ত্রী ইয়াসমিনকে ফরিদপুর পদ্মানদীর তালুকেরচরে শ্বাসরোধ করে ও ছেলে ইয়াসিনকে গলা টিপে হত্যা করে বালিচাপা দিয়ে রেখেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close