লামা (বান্দরবান) প্রতিনিধি
২৫ মার্চ, ২০২৩
লামায় নেতৃত্ব ব্যবস্থাপনা নেটওয়ার্কিং প্রশিক্ষণ

পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুযোগ-সুবিধা আদায় ও পররিবেশ রক্ষায় নেতৃত্ব প্রদানের লক্ষ্যে বান্দরবানের লামা উপজেলায় দুই দিন ব্যাপী নেতৃত্ব ব্যবস্থাপনা, অ্যাডভোকেসি, লবিং ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গত বুধ ও বৃহস্পতিবার স্থানীয় এনজেড একতা মহিলা সমিতির সভাকক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং ফোরামের সদস্যদের নিয়ে বেসরকারী সংস্থা কারিতাস বাংলাদেশ এর এগ্রো ইকোলজি প্রকল্প-২ এই প্রশিক্ষণের আয়োজন করে।
এতে প্রকল্পের জেলা কর্মসূচী কর্মকর্তা রুপনা দাশ ও উপজেলা মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার প্রশিক্ষক ছিলেন।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন