ফেনী প্রতিনিধি
ফেনীতে রেল লাইনে যুবকের মরদেহ

ফেনীর ছাগলনাইয়ায় রেললাইনের পাশ থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর। বুধবার (১ ফেব্রুয়ারি) উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেলপথ অংশের ধুমঘাট রেলওয়ে সেতু এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা ওই যুবকের পরিচয় শনাক্তে আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছেন।
ফেনী রেলস্টেশন ক্যাম্প পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম রেলপথের মূহুরীগঞ্জ রেলস্টেশন থেকে কিছুটা দূরে ধুমঘাট রেলওয়ে সেতুর ওপরে এক অজ্ঞাতনামা যুবকের লাশ পড়ে থাকে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। পুলিশ জানায়, ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের এক হাত ও পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
ফেনী রেলস্টেশনের জিআরপি পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. আমজাদ আলী চৌধুরী বলেন, ওই যুবকের লাশটি উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
"