উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ২৮ জানুয়ারি, ২০২৩

উদ্বোধনের অপেক্ষায় বড়হর সেতু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বড়হর সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে। এখন সেতু হয়ে চলাচল শুরু হয়েছে। তবে যোগাযোগ ব্যবস্থাকে বদলে দেওয়া বড়হর সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়নি। শিগগিরই সেতুটি মানুষের চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে।

সেতুটি এপার ওপারে যাতায়াতের সব দুর্ভোগের অবসান করেছে। উপজেলা ও জেলা সদরের মাঝে বিকল্প সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে সেতুটি হয়ে। ফুলঝোড় নদীর ওপর নির্মিত সেতুজুড়ে বসানো হয়েছে সোলার স্ট্রিট লাইট। এতে রাতের বেলায় অপরূপ সাজে সেজে থাকছে বড়হর সেতু এলাকা।

উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের বড়হর বাজারের পাশেই ফুলঝোড় নদীর ওপর এলজিইডি থেকে পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পে ২৯৪ মিটার দীর্ঘ ও ৯ দশমিক ৮ মিটার চওড়া সেতুর নির্মাণকাজ এরই মধ্যে শেষ হয়েছে। এর পেছনে প্রায় ৪০ কোটি ৪১ লাখ ৬৮ হাজার টাকা ব্যয় হয়েছে। ২০১৮ সালের শেষের দিকে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমাম সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

উপজেলা প্রকৌশলী আবু সায়েদ বলেন, সেতুটির দুপাশে সংযোগ সড়ক নির্মাণকাজ শেষ হয়েছে। রাতের বেলায় চলাচলের সুবিধায় পুরো সেতুর দুই পাশে সোলার স্ট্রিট লাইট বসানো হয়েছে। সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close