মৌলভীবাজার প্রতিনিধি

  ২৩ জানুয়ারি, ২০২৩

মৌলভীবাজারে মানুষ হাতির দ্বন্দ্ব নিরসনে সভা

মৌলভীবাজারে হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনে ব্যতিক্রম এক সভা করেছে বন বিভাগ। শনিবার (২১ জানুয়ারি) জুড়ী উপজেলায় স্থানীয় মানুষদের সঙ্গে এই সচেতনতামূলক সভা করা হয়।

প্রেক্ষাপটে বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরীর নির্দেশনায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, মৌলভীবাজার ও সিলেট বন বিভাগের যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

এ সময় জেলা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদী সরোয়ার বলেন, জুড়ীতে দুই-তিনদিন আগে বনের একটি হাতি পাথারিয়া হিল রিজার্ভের সমনবাগ বিটের দুর্গাপুরে চলে আসে। হাতিটি এসময় কলাগাছসহ কিছু ফসলের ক্ষতি করে। এতে মানুষ ভীত ও ক্ষুব্ধ হয়ে ওঠে। অবশ্য তারা বনবিভাগকে বিষয়টি অবহিত করেন।

এতে বক্তব্য দেন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদী সরোয়ার। উপস্থিত ছিলেন, ওয়াল্ডলাইফ রেঞ্জার গোলাম ছারওয়ার, বড়লেখা ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাশ, বন বিভাগের স্টাফবৃন্দ।

মির্জা মেহেদী সরোয়ার বলেন, এখন শীতকাল। বনে খাবার কমে আসছে। যে কারণে হাতি লোকালয়ে খাবারের সন্ধানে চলে

আসছে। এছাড়া ওই এলাকায় হাতির চলাচল বহুকাল আগ থেকেই আছে। সাধারণত হাতি যে পথ দিয়ে চলে সে একই পথ দিয়েই বংশ পরম্পরায় চলাচল করে। এ বিষয়গুলো স্থানীয় মানুষদের বুঝিয়েছি। হাতি যে ক্ষয়ক্ষতি করবে সে ক্ষতিপূরণ বন বিভাগ প্রদান করবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close