ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে আদালত প্রাঙ্গণে আসামির মৃত্যু
ফরিদপুরে হাজিরা দিতে এসে আদালত প্রাঙ্গণে মাহাবুবুর রহমান গাজী (৩৬) নামে এক আসামির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে ফরিদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের সামনে এ ঘটনা ঘটে। মাহবুবুর রহমান গাজী সাতক্ষীরার আশাশুনি থানার শ্রীউলা গ্রামের মশিউর রহমান গাজীর ছেলে।
আদালত ও পুলিশ জানায়, মাহাবুবুর রহমান গাজী একটি সড়ক দুর্ঘটনার মামলার আসামি ছিলেন। তিনি এ মামলায় হাজিরা দিতে ফরিদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মো. ফরিদ আহম্মেদের কোর্টের বারান্দায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফরিদপুরের কোর্ট পরিদর্শক মো. আবুল খায়ের মিয়া বলেন, আদালতে হাজিরা দিতে এসে মাহাবুবুর রহমান নামে এক আসামি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফরিদপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) গনেশ কুমার আগরওয়ালা প্রতিদিনের সংবাদকে বলেন, বেলা ১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে এ মুহূর্তে বলা সম্ভব নয়। ময়নাতদন্তের পর বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।
"