লাকসাম-মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

  ১০ জুন, ২০২৪

কুমিল্লার লাকসাম

মো. তাজুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণ

কুমিল্লার লাকসাম উপজেলার মো. তাজুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামের ওই স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুস ভূঁইয়া।

মো. তাজুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলীর সভাপতিত্বে ও আমিনুল এহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লাকসাম পৌর মেয়র অধ্যাপক মো. আবুল খায়ের, লাকসাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা।

শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াতের পর অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা। পরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ওবায়েদুল রহমান মজুমদার। গভর্নিং বডির সদস্যদের পক্ষে বক্তব্য দেন আজিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ইউনুস ভূঁইয়া বলেন, ‘আমাদের স্থানীয়সরকারমন্ত্রী মো. তাজুল ইসলামের নামে এ শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে পড়ালেখা করে শিক্ষার্থীকে প্রথমেই ভালো মানুষ হতে হবে। দেশের সেবা করতে হবে। শিক্ষকদের সম্মান করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আর আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে তরুণ হবে, যুবক হবে। দেশকে নেতৃত্ব দেবে। তাদের দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে। দেশের জন্য কাজ করতে হবে। শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এসময় আরো উপস্থিত ছিলেন মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম শাহিন, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম, কান্দিরপাড় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, পূর্ব লাকসাম ইউপি চেয়ারম্যান আলী আহমেদ, উত্তরদা ইউপি চেয়ারম্যান ইমান হোসেন, আজগরা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, লাকসাম পৌরসভা কাউন্সিলর আবু ছায়েদ বাচ্চু, মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সফিকুর রহমান সফিক, ইউনিয়ন যুবলীগের সভাপতি আ. ছালাম, সাধারণ সম্পাদক এটিএম আলমগীর, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরাদ হোসেন, ছাত্রলীগের সভাপতি আল-আমীন রায়হান প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close