পাবিপ্রবি প্রতিনিধি

  ১০ জুন, ২০২৪

পাবিপ্রবিতে প্রথম ধাপে ভর্তি সম্পন্ন

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্মাতক (সম্মান) প্রথম ধাপের ভর্তির কার্যক্রম চলে ৫ থেকে ৮ জুন পর্যন্ত। এতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম দফায় ভর্তি হয়েছেন ৮৬৯ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা রয়েছে মোট ৯২০টি। সে হিসাবে এখানে প্রথম ধাপেই ভর্তির হার ৯৫ শতাংশ। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক ড. আবদুর রহিম। তিনি জানান, প্রথম ধাপে সফলভাবে আমাদের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। শতাংশের কাছাকাছি ভর্তি হলেও এরমধ্যে অনেকে মাইগ্রেশানে চলে যাবে। আবার অনেকে আসবেও। সবমিলিয়ে পরবর্তী কয়েকটি ধাপেই আসনগুলো পূর্ণ হয়ে যাবে বলে আশা করছি। এর আগে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে থেকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৪ হাজার ২৬৪ জন আবেদন করেছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close