চট্টগ্রাম ব্যুরো

  ১০ জুন, ২০২৪

চট্টগ্রামে পশুর হাটে ভিড় থাকলেও বিক্রি নেই

চট্টগ্রাম নগরীর বিভিন্ন পশুরহাটে বেচাকেনা শুরুর প্রথম দিন দর্শনার্থীর ভিড় থাকলেও বিক্রি ছিল বলতে গেলে শূন্যের কোটায়। হাট পরিচালনা সংশ্লিষ্টরা এখনো হাটের অবকাঠামোগত প্রস্তুতিতেই ব্যস্ত। চট্টগ্রাম নগরীর পশুর হাট শুরুর প্রথম দিন শনিবার সন্ধ্যায় নগরীর চান্দগাঁও নুর নগর হাউজিং সোসাইটি পশুর হাট পরিচালনা কমিটির পরিচালক মো. রফিক বলেন, ‘আমরা মোটামুটি প্রস্তুত। দেশের বিভিন্ন এলাকা থেকে চট্টগ্রামের প্রায় সব হাটে গরু আসছে। তবে এখনো পুরোদমে বেচাকেনা শুরু হয়নি। আজ (গতকাল) এখন পর্যন্ত এক লাখ ৬৫ হাজার টাকা দামে একটি গরু বিক্রি হয়েছে।’

এর আগে গত শনিবার দুপুরে নুর নগর হাউজিং অস্থায়ী কোরবানির হাট উদ্বোধন করেন চসিকের ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম। এদিকে কর্ণফুলী নুর নগর হাউজিংয়ে অবস্থিত পশুর হাট উদ্বোধন করেন চসিক ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম।

এবার নগরে ৭টি অস্থায়ী ও তিনটি স্থায়ী হাটে বসেছে কোরবানির পশুর হাট। এর বাইরে জেলার ১৫ উপজেলায় বসছে আরো দুই শতাধিক হাট। জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তথ্যানুযায়ী, এবার সব মিলিয়ে ৮ লাখ ৮৫ হাজার ৭৬৫টি কোরবানির পশুর চাহিদা রয়েছে চট্টগ্রামে। এরমধ্যে সবচেয়ে বেশি ৭৯ হাজার ৬৩৮ পশুর চাহিদা রয়েছে সন্দ্বীপ উপজেলায়। সবচেয়ে কম ১৩ হাজার ৬৯৮টির চাহিদা রয়েছে নগরীর কোতোয়ালী থানা এলাকায়। এবার চট্টগ্রামে কোরবানির ঈদ ঘিরে প্রস্তুত করা হয়েছে সব মিলিয়ে ৮ লাখ ৫২ হাজার ৩৫১টি পশু। সেই হিসেবে ৩৩ হাজার ৪০৬টি পশুর ঘাটতি রয়েছে এবার। তবে বন্দরনগরীর হাটে আশপাশের জেলা ও উত্তরবঙ্গ থেকে খামারিরা পশু বিক্রির জন্য নিয়ে আসায় সেই ঘাটতি পূরণ হয়ে যাবে বলে দাবি সংশ্লিষ্টদের।

এদিকে কোরবানির ঈদ ঘিরে নগরে অবৈধ পশুর হাট প্রতিরোধে ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close