বুয়েটে এলজিইডির প্রকৌশলীদের প্রশিক্ষণ
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকৌশলীদের জলবায়ু সহিষ্ণু অবকাঠমো উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, ডিজাইন ও বাস্তবায়নে জলবায়ু পরিবর্তন ডেটা ডাউনলোডিং, প্রক্রিয়াকরণ, ও বিশ্লেষণে সার্মথ্য বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্টে প্রশিক্ষণের আয়োজন করা হয়। গত শনিবার প্রশিক্ষণের উদ্বোধন করেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন। এসময় অতিরিক্ত প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাথ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক মো. আবদুল হাকিম ও ক্রিম প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া বুয়েট-আইডব্লিউএফএমের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আসাদ হুসেন, প্রশিক্ষণ কোর্সের কোর্স-পরিচালক প্রফেসর ড. শাহজাহান মন্ডল উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে এলজিইডির বিভিন্ন পর্যায়ের ২০ জন প্রকৌশলী অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।
"