প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৯ জুন, ২০২৪

হয়রানি ছাড়াই মিলবে ভূমির যাবতীয় সেবা

জনসাধারণের মধ্যে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে সারা দেশে গতকাল শনিবার সাত দিনব্যাপী ভূমিসেবা সপ্তাহের কার্যক্রম শুরু হয়েছে। এ সেবা সপ্তাহে ভূমি অফিসগুলোয় ভূমি সংক্রান্ত সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে অবহিতকরণ ও সমাধানসহ সেবা দেওয়া হবে। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচির এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’। শতভাগ হয়রানি, ভোগান্তি ছাড়াই মিলবে ভূমির যাবতীয় সেবা। এ ছাড়া উপজেলা ভূমি অফিসের আয়োজনে সপ্তাহব্যাপী জনসচেতনতামূলক সভা, ভ্রাম্যমাণ ভূমিসেবা, ক্যাম্পেইন, ডকুমেন্টারি প্রচারসহ সেবা প্রার্থীদের সহযোগিতার জন্য তথ্য কাম-সেবা বুথ স্থাপন করা করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জে ভূমি অফিস প্রাঙ্গণে উদ্বোধন করা সেবা সপ্তাহ চলবে আগামী ১৪ জুন পর্যন্ত। কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন উর্মি সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ইমাম রাজী টুলু। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, ভূমিসেবা প্রত্যাশী, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নরসিংদী : নরসিংদীর পলাশে উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল্লাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জাকির হোসেন মৃধা, পলাশ প্রেস ক্লাবের মো. আশাদউল্লাহ মনা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পটুয়াখালী : পটুয়াখালী সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে ও আমিনুল ইসলাম সিরাজের উপস্থাপনায় ভূমিসেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশসাক মো. নূর কুতুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট হাফিজুর রহমান হাফিজ, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান। আরো বক্তব্য দেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি স্বপন ব্যানার্জী, জেলা টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স প্রমুখ।

আমতলী : বরগুনার আমতলীতে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন করেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ কাদের মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ কাদের মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, চাওড়া ইউপি চেয়ারম্যান মো. আখতারুজ্জামান খান বাদল, কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার।

নবীগঞ্জ (হবিগঞ্জ) : নবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ারের সভাপতিত্বে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার অনুপম দাশ অনু নবীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম তালুকদার, নবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাংবাদিক সাগর আহমেদ প্রমুখ।

হাজীগঞ্জ (চাঁদপুর) : চাঁদপুরের হাজীগঞ্জে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহানের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এরপর শান্তির প্রতিক পায়রা উড়িয়ে ও ফিতা কেটে উদ্বোধন অনুষ্ঠানের সূচনা করেন, সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান। সভায় তিনি উপজেলা ভূমি ও সব ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্বরতদের ভূমিসেবা সপ্তাহ যথাযথভাবে পালন ও সেবাগ্রহীতাদের সেবা নিশ্চিতকরণের নির্দেশনা দেন। এ সময় কানুনগো মিলাদ হোসেন মিয়া, সার্ভেয়ার মো. আবুল কালাম, নাজির মো. সোহাগ হোসেন, অফিস সহকারী জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।

কাহারোল (দিনাজপুর) : দিনাজপুরের কাহারোলে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম। আলোচনা সভায় ভূমিসেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. খাইরুল ইসলাম, সুন্দরপুর ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মনিরুজ্জামান মনির, সিডিএর আঞ্চলিক সমন্বয়কারী সন্তষ কুমার রায়, ভূমিহীন কৃষক মো. আফজাল হোসেন, সাংবাদিক সোহাগ, আবদুল জলিল শাহ্, সুকুমার রায় প্রমুখ।

ধোবাউড়া (ময়মনসিংহ) : ময়মননিংহের ধোবাউড়ায় সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের প্রাঙ্গণে সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন। এ উপলক্ষে ভূমি মেলার আয়োজন করা হয়। ভূমিসেবা বিষয়ে বিস্তারিত বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) শাহ মো. জুবায়ের। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তারা।

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা পরিষদ হলরুমে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক। উদ্বোধন অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) সৈকত রায়হানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মো. বাবুল শেখ। আরো বক্তব্য দেন টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইলিয়াস হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, পাটগাতী ইউপি চেয়ারম্যান শেখ শুকুর আহম্মেদ প্রমুখ।

ভান্ডারিয়া : পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের আয়োজনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হাসান তুরানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন আরাফাত রানা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close