চবি প্রতিনিধি

  ০৭ জুন, ২০২৪

সর্বজনীন পেনশন

চবি অফিসার সমিতির মানববন্ধন

দেশের স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের জন্য সর্বজনীন পেনশন বৈষম্যমূলক আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি মানববন্ধন ও মৌন মিছিল কর্মসূচি পালন করেছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অফিসার সমিতির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল আসাদ বলেন, আশা করি সরকার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দাবির কথা বিবেচনা করবে এবং বৈষম্যমূলক এই স্কিমটি প্রত্যাহার করবে। এই স্কিমের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সবাই ঐক্যবদ্ধ।

অফিসার সমিতির সভাপতি রশীদুল হায়দার জাবেদ বলেন, অগণতান্ত্রিক কোনো কিছু আমরা মেনে নেব না। সামনের সময় প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি পালন করা হবে।

গত ১৩ মার্চ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এক প্রজ্ঞাপন জারি করে। সেখানে বলা হয়েছে, চলতি বছরের ১ জুলাইয়ের পর থেকে স্বশাসিত, স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার চাকরিতে যারা নতুন যোগ দেবেন, তারা বিদ্যমান ব্যবস্থার মতো আর অবসরোত্তর পেনশন সুবিধা পাবেন না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close