লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

  ০৭ জুন, ২০২৪

লোহাগাড়ায় চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরী

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩০ হাজার ৮৯৯ ভোট পেয়ে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী। গত বুধবার রাত ৯টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুুহাম্মদ ইনামুল হাছান বেসরকারিভাবে ফল ঘোষণা করেন।

অপরদিকে, ৪৩ হাজার ১২০ ভোট পেয়ে চশমা প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক, সাবেক ছাত্রনেতা মো. সরওয়ার মামুন ওরফে এম এস মামুন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে ৩৬ হাজার ৯০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জেসমিন আকতার।

নির্বাচন চলাকালীন উপজেলায় বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মো. ফখরুজ্জামান। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা এ কে এম গোলাম মোর্শেদ, সহকারী রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল, লোহাগাড়া থানার ওসি মো. রাশেদুল ইসলাম, পিআইও মাহবুব আলম শাওন ভুঁইয়া, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম মো. শাহজাহানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close