জাবি প্রতিনিধি

  ১৬ মে, ২০২৪

জাবির ডিন নির্বাচন

চার অনুষদে আওয়ামীপন্থি দুটিতে অন্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৬টি অনুষদের ডিন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী সমর্থক শিক্ষকদের একাংশের সংগঠন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের প্রার্থীরা ৪টি অনুষদে জয়লাভ করেছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এরপর ভোট গণনা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশ করা হয়। নির্বাচিত ডিনরা হলেন অধ্যাপক মো. মোজাম্মেল হক (কলা ও মানবিকী অনুষদ), অধ্যাপক মো. আবদুর রব (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ), অধ্যাপক বশির আহমেদ (সমাজবিজ্ঞান অনুষদ), অধ্যাপক মো. নুহু আলম (জীববিজ্ঞান অনুষদ)।

অন্যদিকে অধ্যাপক নিগার সুলতানা (বিজনেস স্টাডিজ অনুষদ), তাপস কুমার দাস (আইন অনুষদ) ডিন হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে কলা ও মানবিকী অনুষদে স্বতন্ত্র প্রার্থী এবং গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদে শিক্ষক ঐক্য পরিষদের প্রার্থী জয়লাভ করে। বাকি ৪ অনুষদে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ সমর্থিত প্রার্থীরা জয়লাভ করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close