রাজশাহী ব্যুরো

  ১৫ মে, ২০২৪

মতবিনিময় সভায় বক্তারা

স্মার্ট বাংলাদেশের মূল শক্তি স্মার্ট নাগরিক

রাজশাহীর মোহনপুর

‘২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার বিষয়ে আমাদের কোনো সংশয় নেই। স্মার্ট বাংলাদেশ কেমন হবে, তা যদি আমরা সবাই বুঝতে পারি এবং নিজেরা এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হই, তবে এটা আরো আগেই অর্জিত হবে। স্মার্ট বাংলাদেশের মূল চালিকাশক্তিই হচ্ছে স্মার্ট নাগরিক। আর নাগরিক স্মার্ট হলে অর্থনীতি স্মার্ট হবে, সমাজ স্মার্ট হবে এবং সরকারও স্মার্ট হবে।’

গতকাল মঙ্গলবার রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা। মোহনপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলা তথ্য অফিস এ অনুষ্ঠান আয়োজন করে। মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে মতবিনিময় সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন পিআইডি রাজশাহীর উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন তথ্য অফিসের পরিচালক মোহা. ফরহাদ হোসেন। সভা থেকে নাগরিকদের স্মার্ট হওয়ার জন্য প্রযুক্তি জ্ঞান অর্জনসহ সরকারি ও বেসরকারি সেবাগুলো অনলাইনে গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা। মতবিনিময় সভা শেষে একই স্থানে সর্বজনীন পেনশনবিষয়ক এক ডকুমেন্টরি প্রদর্শন করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close