নিজস্ব প্রতিবেদক

  ১৩ মে, ২০২৪

দ.কোরিয়ায় স্বাস্থ্য বিষয়ক ফোরাম

সুস্থতার অধিকারীরা সামাজিক কল্যাণে অবদান রাখতে পারে

- ড. সবুর খান

অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অফ এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (এইউএপি) সভাপতি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেছেন, শারীরিক এবং মানসিক উভয় সুস্থতার অধিকারীরা সামাজিক কল্যাণে উল্লেখযোগ্যভাবে অবদান রাখতে পারে। আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) কার্যকরভাবে কাজে লাগানোর জন্য দক্ষতা ও জ্ঞানের সঙ্গে সজ্জিত স্বাস্থ্যসেবা পেশাদারদের পরবর্তী প্রজন্মের উদ্ভাবন, গবেষণা এবং প্রশিক্ষণে একাডেমিয়া একটি গুরুত্ব¡পূর্ণ ভূমিকা পালন করবে।

দক্ষিণ কোরিয়ায় গত বৃহস্পতিবার দায়েগু হেলথ কলেজ আয়োজিত স্বাস্থ্যবিষয়ক এইউএপি লার্নিং অ্যান্ড শেয়ারিং ফোরামে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ফোরামে, এশিয়া, ইউরোপ এবং অস্ট্রেলিয়ার ১২টিরও বেশি দেশ এবং ৪৫টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী ১০০ জন স্কলার অংশ নেন। প্রোগ্রামে চিকিৎসা প্রযুক্তি, নার্সিং ও পুনর্বাসন, পেপার প্রেজেন্টেশন এবং মেডিকেল ট্যুরের বিভিন্ন সেশন ছিল।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন এইউএপির সাবেক প্রেসিডেন্ট এবং দায়েগু হেলথ কলেজের প্রেসিডেন্ট ড. সুঙ্গি নাম এবং দক্ষিণ কোরিয়ার দায়েগু মেট্রোপলিটন সিটির ইউনিভার্সিটি পলিসি ব্যুরোর মহাপরিচালক জংচান কিম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close