গাজীপুর প্রতিনিধি

  ৩০ এপ্রিল, ২০২৪

গাজীপুরে খাদ্যে বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যু

গাজীপুরের সালনার টেকিবাড়ি এলাকায় গত রবিবার চার বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। খাদ্যে বিষক্রিয়ায় ফলে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকরা।

শিশুরা হলো- টেকিবাড়ি এলাকার মো. শাহজাহানের মেয়ে জান্নাতুল (৪) ও একই এলাকায় বসবাসকারী গাইবান্ধার ফুলছড়ি থানার হরিচন্ডী গ্রামের শাহ্ আলমের ছেলে মাহিম (৪)।

জান্নাতুলের বাবা শাহজাহান সাংবাদিকদের বলেন, জান্নাতুল হাঁফাতে হাঁফাতে দৌড়ে বাসায় গিয়ে বলে কুকুরে তাদের তাড়া করেছে। কিছুক্ষণ পরেই জান্নাতুল জ্ঞান হারিয়ে ফেলে। অপরদিকে মাহিমও বাড়িতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেরে। পরে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর তাদের মরদেহ রাত ১টার দিকে দাফন করা হয়েছে।

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আবাসিক চিকিৎসক (হাসনিন জাহান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ায় ওই দুই শিশুর মৃত্যু হয়েছে।

ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার ওসি সৈয়দ রাফিউল করিম জানান, দুই শিশুর মুখ দিয়ে ফেনা বের হয়েছিল। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চিকিৎসক প্রাথমিকভাবে বিষক্রিয়ায় কথা জানিয়েছেন। এবিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close