চট্টগ্রাম ব্যুরো

  ২৩ এপ্রিল, ২০২৪

চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নগরীর কোতোয়ালীতে বেশি দামে ফ্যান বিক্রি করায় তিনটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া মেয়াদোত্তীর্ণ কেক সংরক্ষণ এবং অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টিজাত খাবার প্রক্রিয়াজাত করার দায়ে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় রাইফেল ক্লাব এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক আনিসুল ইসলাম। তিনি বলেন, লোডশেডিং পরিস্থিতির অবনতির কারণে বিকল্প ব্যবস্থায় ঝুঁকছেন চট্টগ্রামের মানুষ। একটু স্বস্তির আশায় অনেকেই চার্জার ফ্যান, চার্জার বাতি ও আইপিএস কিনছেন। এসব পণ্যের যেন দাম বৃদ্ধি করতে না পরে সে জন্য আজ রাইফেল ক্লাব এলাকায় অভিযান চালানো হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close