যশোর প্রতিনিধি

  ২৩ এপ্রিল, ২০২৪

২০ হাজার কৃষি উদ্যোক্তা সৃষ্টির উদ্যোগ

দিনব্যাপী কর্মশালা

দেশের ২০ হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণসহ অন্য সুবিধার মাধ্যমে কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে। কৃষি বিপণন অধিদপ্তর একটি প্রকল্পের মাধ্যমে আগামী পাঁচ বছরে এ উদ্যোগ বাস্তবায়ন করবে। গতকাল সোমবার যশোর শহরের একটি অভিজাত হোটেলের সভাকক্ষে ‘আঞ্চলিক বিপণন কর্মশালা’ শীর্ষক অনুষ্ঠানে অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম (অতিরিক্ত সচিব) এসব তথ্য জানান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক মাসুদ করিম বলেন, ‘বিপণন অধিদপ্তর কৃষি উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের ২০ হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ ও অবকাঠামো সুবিধা দিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে। এরমধ্যে ১২ হাজার নারী ও ৮ হাজার পুরুষ উদ্যোক্তা থাকবে। এসব তরুণ তরুণীদের ৩০টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নিবিড় পরিচর্যার মাধ্যমে উদ্যোক্তা তৈরি করা হবে। ২০২৩ থেকে ২০২৮ সালের মধ্যে এ প্রকল্প বাস্তবায়ন হবে’। এতে সভাপতিত্ব করেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শাহীন। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক দীপক কুমার রায়, পার্টনার প্রকল্প ডিএএম অঙ্গ এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর মুহাম্মদ আবদুল্লাহ আল ফারুক, কৃষি বিপণন অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপপরিচালক সিফাত মেহনাজ। স্বাগত বক্তব্য দেন যশোরের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা রবিউল ইসলাম। কর্মশালায় মূল ধারণা উপস্থাপন করেন কৃষি বিপণন অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মাসুদ রানা ও সিনিয়র মনিটরিং কর্মকর্তা মো. রশিদুল ইসলাম। কর্মশালায় কৃষি উৎপাদন, বিপণন, প্রক্রিয়াজাতকরণ, ব্যাংক, সার ও বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতের প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় বলা হয়েছে আম, কাঁঠাল, আলু, টমেটো ও সুগন্ধি চাল- এ পাঁচটি পণ্যের স্টেকহোল্ডারদের সমন্বয়ে ভ্যালু চেইন প্রমোশনাল বডি প্ল্যাটফর্ম গঠনের নীতিমালা তৈরি ও পরিচালনা করা হবে। নিরাপদ ও রপ্তানিযোগ্য কৃষিপণ্য উৎপাদন করতে সরাসরি কাজ করবে সেই উদ্যোক্তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য প্রাপ্তিতে সরাসরি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অধিদপ্তর। এছাড়াও এ কার্যক্রমে কৃষি যন্ত্রপাতি, পরিবহন, সংরক্ষণসহ অর্থ ঋণ ও সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে যশোর অঞ্চলের যুবক ও নারী উদ্যোক্তা তৈরি করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close