মাগুরা প্রতিনিধি

  ২৩ এপ্রিল, ২০২৪

বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

মাগুরায় সপ্তাহজুড়ে বিজ্ঞান প্রকল্প প্রদর্শন শিক্ষার্থীদের

‘বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে। গতকাল সোমবার শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে প্রধান অতিথি থেকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকার পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহব্যাপী এ মেলা চলবে। বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্টল নিয়েছে। এ স্টলে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নানা ধরনের প্রকল্প উপস্থাপন করেছে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রোকুনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ফ ম আবদুল ফাত্তাহ, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর রিজভী জামান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুস সাত্তার, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর কবীরসহ অন্যরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close