গাজীপুর প্রতিনিধি

  ২৩ এপ্রিল, ২০২৪

গাজীপুরে ১৩ বস্তা ভারতীয় চিনি জব্দ

গাজীপুর মহানগরের জয়দেবপুর বাজারে অভিযান চালিয়ে ১৩ বস্তা ভারতীয় চিনি জব্দ করাসহ দোকানিকে জরিমানা করা হয়েছে। পরে জব্দ করা চিনি কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়। গতকাল সোমবার গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুর রহমানের নেতৃত্বে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুর রহমান বলেন, জয়দেবপুর বাজারে অবৈধভাবে ভারতীয় চিনি বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বাজারের ঝুমা বাণিজ্যালয়ের গুদামঘর হতে ১৩ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। কোনো বৈধ কাগজপত্র না দেখাতে পারায় কৃষি বিপণন আইনে ওই দোকানের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন, জব্দ চিনি জয়দেবপুর মুন্সিপাড়া এতিমখানা, দারুস সুন্নাহ মাজিদিয়া মাদরাসা ও এতিমখানা ও মদিনাতুল উলুম এতিমখানাতে বিতরণ করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close