গাজীপুর প্রতিনিধি

  ১৬ এপ্রিল, ২০২৪

গাজীপুরে ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে গাজীপুরে তিনটি উপজেলায় নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনে তিন উপজেলায় ৩৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে চেয়াররম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন গাজীপুর সদর উপজেলায় ৫ জন, কাপাসিয়া উপজেলায় ২ জন এবং কালীগঞ্জ উপজেলায় ৩ জন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গতকাল সোমবার জেলা নির্বাচন অফিসার এবং উপজেলা নির্বাচনের রিটানিং অফিসার এইচ এম কামরুল হাসান এ সব তথ্য জানান।

রিটানিং অফিসার এইচ এম কামরুল হাসান বলেন, গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন। চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন- মো. কফিল উদ্দিন, মো. ইজদুর রহমান চৌধুরী, মো. শফিকুল ইসলাম, অ্যাডভোকেট রীনা পারভীন, আতিকুজ্জামান মোহাম্মদ। এ উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ৫৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৭ হাজার ১০২ এবং মহিলা ভোটার ৬৭ হাজার ৪৩৩ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৪৯।

কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৯ জন। এদের মধ্যে চেয়ারম্যান পদে দুজন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন। চেয়ারম্যানে পদে প্রার্থীরা হলেন- অ্যাডভোকেট আমানত হোসেন খান ও মাহবুব উদ্দিন খান সেলিম। এ উপজেলায় ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৫১৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫৭ হাজার ৬১৭ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৫৭ হাজার ৯০২ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১১৯।

কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১২ জন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। চেয়ারম্যানে পদে প্রার্থীরা হলেন অ্যাডভোকেট মো. আশরাফি মেহেদী হাসান, মো. হাবিবুর রহমান এবং মোহাম্মদ আমজাদ হোসেন। এ উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ৪৩ হাজার ৮৬২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ২৩ হাজার ৮৩৬, মহিলা ১ লাখ ২০ হাজার ২৪ জন এবং হিজড়া ২ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৯০।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close