ময়মনসিংহ (মহানগর) প্রতিনিধি

  ০৪ এপ্রিল, ২০২৪

ময়মনসিংহে ভর্তুকি মূল্যে বিক্রি ঈদসামগ্রী

ময়মনসিংহে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভর্তুকি মূল্যে ঈদসামগ্রী বিক্রি শুরু হয়েছে। এ উদ্যোগ নিয়েছেন ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিনুল হক শামীম।

গতকাল বুধবার নগরীর কালী শংকর গুহ রোডের পন্ডিত বাড়ী এলাকায় ঈদসামগ্রী বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়। যা চলবে ঈদের আগের দিন পর্যন্ত।

ভর্তুকি মূল্যে ঈদসামগ্রীর প্যাকেজ মূল্য ধরা হয়েছে ৮০০ টাকা। একটি প্যাকেজে একজন ক্রেতা পাবেন তিন কেজি পোলাওয়ের চাল, এক কেজি করে সয়াবিন তেল ও চিনি, ২৫০ গ্রাম গুড়া দুধ, ২০০ গ্রাম কুলসুন সেমাই, ১৫০ গ্রাম লাচ্চা সেমাই, পাঁচ প্রকারের গরম মসলা ও একটি বাজার ব্যাগ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ও উদ্বোধক হিসেবে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল। এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, দপ্তর সম্পাদক আবু সাইদ দীন ইসলাম ফখরুল প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close