কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়
উপাচার্যের দাবির প্রতিবাদ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সর্বক্ষেত্রে জামায়াতের অনুসারী বেশি বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এএফএম আবদুল মঈন। গত ৩১ মার্চ ঢাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি। এ নিয়ে সংবাদ প্রকাশ করে একটি অনলাইন গণমাধ্যম। আর এ তথ্যের প্রতিবাদ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এরা বলেছে, এর প্রমাণ সাত দিনের মধ্যে উপস্থাপন করতে হবে, তা না হলে উপাচার্যের পদত্যাগ দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
গত রবিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ড. মাহমুদুল হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ মার্চ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উপাচার্য উল্লেখ করে বলেছেন, বিশ্ববিদ্যালয়ের সর্বক্ষেত্রে জামায়াতের অনুসারীদের আধিক্য রয়েছে এবং এটি অনলাইনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে। একটি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে একজন উপাচার্য গঠনমূলক সমালোচনা না করে ঢালাওভাবে শিক্ষকদের মিথ্যা কালিমালেপনের অপতৎপরতায় লিপ্ত হয়েছেন। শিক্ষকদের ব্যক্তিগত আক্রমণ করছেন এবং শিক্ষকদের সঙ্গে ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়েছেন। যা মোটেও উপাচার্যসুলভ আচরণের মধ্যে পড়ে না। শিক্ষক সমিতি মনে করে এটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তার সৃষ্ট বিভিন্ন অরাজকতা ধামাচাপা দেওয়ার একটি অপপ্রয়াস।
"