দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

  ০৩ এপ্রিল, ২০২৪

দীঘিনালায় সেনাবাহিনীর ঈদ উপহার

খাগড়াছড়ির দীঘিনালায় অসহায় ও দুস্থ ২৫০ পরিবারের মাঝে ঈদ বিতরণ করেছে দীঘিনালা সেনা জোন। গত সোমবার উপজেলার কবাখালী ইউনিয়নের ১নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাদ্যসামগ্রী বিতরণ করেন দীঘিনালা সেনা জোনের (৪ইবি বেবি টাইগার্স) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রুমন পারভেজ।

এ সময় জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রুমন পারভেজ বলেন, ‘দীঘিনালা সেনা জোন পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সব সময় পার্বত্য অঞ্চলে যেকোনো ধরনের সাহায্য সহযোগিতার কাজে এগিয়ে এসেছে। এ সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমরা পাহাড়ের অসহায় ও দুস্থ মানুষের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা সেনা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রুমন পারভেজ, পিএসসি। এতে অন্যদের মধ্যে দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট, ক্যাপ্টেন রাফিদ মাহমুদ সিদ্দিক, মেডিকেল অফিসার, ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রনি, অনারারি লেফটেন্যান্ট মো. আবদুল মান্নান, জেসিও কোয়াটার মাস্টার, সিনি. ওয়া. অফি. মো. ইউনুস আলী, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close