সুনামগঞ্জ প্রতিনিধি
খবর প্রকাশের পর
সুনামগঞ্জের গাছকাটার কার্যক্রম স্থগিত
সুনামগঞ্জ-জামালগঞ্জ সড়কের ১৯ কিলোমিটার অংশের ৩ হাজার গাছ কাটার কার্যক্রম স্থগিত করেছে সিলেট বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. রাশেদ ইকবাল চৌধুরী। এর আগে রবিবার স্থানীয় সচেতন ব্যক্তিরা আন্দোলনে নামেন। গতকাল সোমবার প্রতিদিনিরে সংবাদসহ দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশ করে।
সুনামগঞ্জ জেলা প্রশাসক বলেন, ‘আমি বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি সস্পর্কে অবগত করি। দরপত্র আহ্বান থেকে শুরু করে সব কার্যক্রম বন্ধ রাখার জন্য কথা বলি। এরই পরিপ্রেক্ষিতে বিভাগীয় বন বিভাগ আমাকে পত্র দিয়ে স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন।’
সিলেট বন বিভাগ কর্মকর্তা মো. হোমায়ুন কবির সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বন বিভাগের অধীনে (সিলেট, মৌলভীবামার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায়) সামাজিক বনায়নের মেয়াদোত্তীর্ণ বাগানের খাড়া গাছের লট বিক্রয়ের বিভিন্ন দরপত্র বিজ্ঞপ্তির অন্তর্ভুক্ত সুনামগঞ্জ জেলার ৮টি লট বিক্রি অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
"