শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
শ্রীপুরে ৬৫০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি
গাজীপুরের শ্রীপুরে ৬৫০ টাকা কেজিদরে গরুর মাংস বিক্রি করেছেন উপজেলার আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজীব।
‘আমাদের শ্রীপুর আমরা গড়ব ন্যায্যমূল্যে পণ্য কিনব’- এ সে¬াগান সামনে রেখে ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজীব পুরো রমজান মাস সাধারণ মানুষের কাছে ন্যায্যমূল্যে পেঁয়াজ, আলু গরুর মাংসসহ বিভিন্ন সবজি ন্যায্য দামে বিক্রি করছেন।
গতকাল শনিবার সকালে একটি গরু জবাই করে শ্রীপুর পৌর এলাকার ৫নং ওয়ার্ডের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আসপাডা মোড়ে ৬৫০ টাকা কেজি দরে মাংস বিক্রি করেন। এখানে একজন ক্রেতা সর্বোচ্চ ২ কেজি করে মাংস কিনতে পারেন। ৬৫০ টাকা কেজিদরে গরু মাংস কিনতে পেরে পোশাক শ্রমিকসহ স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন।
ন্যায্যমূল্যে মাংস নিতে পেয়ে বেশ খুশি পোশাক শ্রমিক মারুফ। মাংস কিনতে আসা ফরিদ, শফিকুল, মজিদসহ আরো অনেকে। তারা বলেন, এ সময় সব ব্যবসায়ীরা যদি ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজীবের মতো চিন্তা করতেন, তাহলে রমজানে মানুষের ভোগান্তি হতো না। জিনিসপত্রের দাম নিয়ে নিশ্বাস ফেলতে হতো না।
ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজীব জানান, রমজানের শুরুতে স্থানীয় বাজারগুলোয় গরুর মাংসসহ অতি দরকারি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরকার নির্ধারিত মূল্যে পাওয়া যাচ্ছিল না। তাই অতি মুনাফাভোগী অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী টুসির নির্দেশে ন্যায্যমূল্যে পেঁয়াজ, আলুসহ গরুর মাংস বিক্রির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমার দেখাদেখি ব্যবসায়ীরাও নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়ে উদ্যোগী হবেন বলে আমি আশা করছি।
"