নিজস্ব প্রতিবেদক

  ৩১ মার্চ, ২০২৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ২৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তারের সময় তাদের কাছে থেকে ৩২৮ পিস ইয়াবা, ৯৫ গ্রাম হেরোইন ও ৪ কেজি ৬৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গত শুক্রবার সকাল ৬টা থেকে গতকাল শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪টি মামলা হয়েছে।

বাড্ডা থানার ওসি মোহাম্মদ ইয়াসিন গাজী জানান, বাড্ডা, ভাটারা ও বনানী থানা এলাকা থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, বাড্ডা, ভাটারা ও বনানী থানা এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের অনেকে নামিদামি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে। মাদকসহ জাল নোটের সঙ্গে অনেকে জড়িত। মাদক কারবারিদের গ্রেপ্তার করতে গিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জাল নোটের একটি সঙ্গবদ্ধ একটি দলকে গ্রেফতারে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে যায়। এ সময় জাল নোট চক্রের মূলহোতা মোহাম্মদ ফয়েজ আহমেদ রাসেলকে (৪২) আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮৩ হাজার টাকা জাল নোট উদ্ধার করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close