গাজীপুর প্রতিনিধি

  ২৯ ফেব্রুয়ারি, ২০২৪

বাউবিতে শিক্ষা মেলা

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ও ফারইস্ট ইন্টার ন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে বাউবির গাজীপুর ক্যাম্পাসে গতকাল

বুধবার দিনব্যাপী এক ‘শিক্ষা মেলা’ অনুষ্ঠিত হয়েছে। মেলার উদ্বোধন করেন বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার।

শিক্ষা মেলা উপলক্ষে বাউবিতে ‘সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশীদারিত্বে উচ্চশিক্ষার সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনার বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা সম্মেলন ও প্রশিক্ষণকেন্দ্রে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার ড. মো. মঞ্জুর এ খোদা তরফদার। এ সময় উপস্থিত ছিলেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. রকীব আহমদ, বাউবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি মতিউর রহমান, মো. আব্দুল্লাহ প্রমুখ। উদ্বোধনের পর বাউবি উপাচার্য উভয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। শিক্ষা মেলায় বাউবির ৬টি স্কুল, দুটি বিভাগ ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভাগ অংশ নেয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close