যশোর প্রতিনিধি
ইন্দো-বাংলা যৌথ চিত্র প্রদর্শনী ও কর্মশালা
যশোরে আন্তর্জাতিক আর্ট ক্যাম্প শুরু
যশোরে চার দিনব্যাপী আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী ও আর্ট ক্যাম্প শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে ভারত ও বাংলাদেশের ৪৩ চিত্রশিল্পীর উপস্থিতিতে এ চিত্র প্রদর্শনী ও আর্ট ক্যাম্প শুরু হয়। যশোর শহরের প্রাচ্য সংঘের ক্যাম্পাসে ‘ইন্দো-বাংলা যৌথ চিত্র প্রদর্শনী ও কর্মশালা’ নামে এ ক্যাম্পের উদ্বোধন করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) সহকারী অধ্যাপক, চিত্রশিল্পী এ এফ এম মনিরুজ্জামান। এ আয়োজন চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
অংশগ্রহণকারীদের মধ্যে নড়াইল থেকে আসা চিত্রশিল্পী সৌমিত্র মোস্তবি বলেন, ‘এর আগেও আমি প্রাচ্য সংঘে এসেছি। তখন শিল্পী হিসেবে এখানে আসিনি। এবারই প্রথম আর্ট ক্যাম্পে অংশগ্রহণের সুযোগ পেয়েছি। অনেক ভালো ভালো শিল্পীর সঙ্গে একই জায়গায় কাজ করতে পেরে খুব ভালো লাগছে।’
ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এ বি এম হাফিজুল ইসলাম বলেন, ‘এই প্রথম ভারত-বাংলাদেশের শিল্পীদের আর্ট ক্যাম্পে অংশ নিয়েছি। ঝিনাইদহে থাকি, পড়াশোনা করেছি খুলনা আর্ট কলেজে। যশোর খুব আপন জায়গা। আর্ট ক্যাম্পে আসতে পেরে খুব ভালো লাগছে।’
ভারত থেকে আসা শিল্পী শ্রেয়া হাজরা বলেন, ‘এই প্রথম বাংলাদেশে এসেছি। ভারত-বাংলাদেশ যৌথ আর্ট ওয়ার্কশপে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে।’
ভারতের আসাম থেকে এসেছেন প্রখ্যাত চিত্রশিল্পী আফতার আলি রাজ। তিনি বললেন, ‘প্রাচ্য সংঘের আর্ট ওয়ার্কশপে এর আগেও এসেছি। এটি আমার ফ্যামিলির মতো খুবই আপন। এখানকার পরিবেশ খুবই সুন্দর। পুরোপুরি শিল্পীর একটি গ্রাম।’
এ বিষয়ে প্রাচ্য সংঘের প্রতিষ্ঠাতা বেনজীন খান বলেন, ‘ইন্দো-বাংলা যৌথ চিত্র প্রদর্শনী ও কর্মশালা নামে এই আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী ও আর্ট ক্যাম্পের কাজ শুরু হয়ে গেছে। সকালে উদ্বোধনের পর দুই দেশের ৪৩ শিল্পী ওয়ার্কশপে কাজ শুরু করেছেন। এই প্রদর্শনীতে বাংলাদেশ ও ভারতের ৮৫ শিল্পীর চিত্রকর্ম স্থান পাবে।’
চার দিনব্যাপী এই চিত্র প্রদর্শনী ও আর্ট ক্যাম্প প্রতিদিন (২৩ থেকে ২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
প্রসঙ্গত, বাংলাদেশের প্রাচ্যসংঘ ও ভারতের চিত্র-অঙ্গন- এ দুটি প্রতিষ্ঠানই ভারতের পারফর্মিং আর্টস ডিপ্লোমা পরীক্ষা বোর্ডের অ্যাফিলিয়েশনভুক্ত একটি প্রতিষ্ঠান।
"