নিজস্ব প্রতিবেদক

  ১২ ফেব্রুয়ারি, ২০২৪

প্রতিবন্ধী চাকরি মেলায় ৭ প্রার্থীকে চাকরি দিল স্বাধীন ওয়াই-ফাই

তথ্যপ্রযুক্তিতে দক্ষ, বিশেষভাবে সক্ষম বা প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের লক্ষ্যে আয়োজিত চাকরি মেলায় ৭ জন প্রতিবন্ধীকে চাকরি দিয়েছে ‘স্বাধীন ওয়াই-ফাই’। গত শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এনজিওবিষয়ক ব্যুরোর অফিস ভবনে বিশেষভাবে সক্ষম বা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরি মেলার উদ্বোধনী করেন প্রতিমন্ত্রী। দিনব্যাপী এ মেলায় ৪৮টি চাকরিদাতা প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবং ৪২০ জন প্রতিবন্ধী চাকরিপ্রার্থী এসেছেন। তাদের মধ্য থেকে বাছাই করে ৩৫ জনকে মেলা প্রাঙ্গণে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। চাকরি প্রার্থীরা হলেন- রাজশাহীর সচিব আলি, কুড়িগ্রামের মো. হামজা, মো. রাজিব, মেহরুন নেসা, মামুনুজ্জামান, আনোয়ারুল ইসলাম, মো. ইসা খান। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. সাইদুর রহমান এবং সিএসআইডির নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম, বিসিসির প্রশিক্ষণ ও উন্নয়ন বিভাগের পরিচালক মো. গোলাম সারওয়ার। ‘স্বাধীন ওয়াই-ফাই’ এর প্রধান নির্বাহী মোবারক হোসেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close