অভয়নগর (যশোর) প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি, ২০২৪
অভয়নগরে গুড় মেলা
যশোরের অভয়নগর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী গুড় মেলা ও পিঠা উৎসবের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে গাছিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে সন্ধ্যায় উপজেলার নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন যশোরের স্থানীয় সরকারের উপপরিচালক মো. রফিকুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম আবু নওশাদ। বিশেষ অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তুষার কুমার পাল ও যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল (খ) জাহিদুল ইসলাম সোহাগ।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন