ঈশ্বরদী প্রতিনিধি

  ১২ ফেব্রুয়ারি, ২০২৪

ঈশ্বরদী আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রে মাঠ দিবস

বিশ্ব ডাল দিবস উপলক্ষে গত শনিবার ঈশ্বরদী আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মাঠ দিবসে বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রের মহাপরিচালক ড. দেবাশিষ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময বিদেশি মেহমান হিসেবে থাইল্যান্ডের কুয়াং ইউনিভার্সিটির প্রফেসর কৃষিবিদ ও ভারতের পশ্চিমবঙ্গের কৃষিবিদ ড. কিরন কুমার ও ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক আলতাফ হোসেন রাজাসহ ডাল গবেষণা কেন্দ্রের বিভিন্ন বিভাগের কৃষি বিজ্ঞানীরা ডাল গবেষণা কেন্দ্র উদ্ভাবিত বিভিন্ন প্রজাতির ডাল ফসলের মাঠ সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় ডাল গবেষণা কেন্দ্রের বাম্পার ফলনের বারি মশুর, ছোলা, খেসারি, মুগ ও মাশ কালাইয়ের প্রদশর্নী মাঠ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। প্রধান অতিথি ড. দেবাশিষ সরকার এ সময় তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের কৃষি ক্ষেত্রে যে অভাবনীয় বিপ্লব সাধন করেছেন; তার সে লক্ষ্যকে ধরে রাখতে হলে আমাদেরকে ডাল ফসলের ওপর আরো গুরুত্ব দিতে হবে। যেখান থেকে খুব সহজেই দেশের মানুষের আমিষের চাহিদা পূরণ করা সম্ভব হবে। এ জন্য আমাদের যা করণীয় তাই করতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close