চট্টগ্রাম ব্যুরো

  ১২ ফেব্রুয়ারি, ২০২৪

চট্টগ্রাম বইমেলায় প্রেস ক্লাবের স্টল উদ্বোধন

চট্টগ্রামে অমর একুশে বইমেলায় চট্টগ্রাম প্রেস ক্লাবের স্টল উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বইমেলা বাঙালির প্রাণের মেলা। আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ। বই অতীত, বর্তমান ও ভবিষ্যতের মাঝে সেতুবন্ধন তৈরি করে এবং আলোকিত মানুষ ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনের অন্যতম অনুষঙ্গ। চট্টগ্রাম নগরীর সিআরবি শিরীষতলায় স্টল উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, বই সত্যের ও ন্যায়ের পথে পরিচালিত করে মানুষকে বিশুদ্ধ করে তোলে। জ্ঞানতৃষ্ণা নিবারণের জন্য সব বয়সি মানুষের সম্মিলনে বইমেলা এখন অন্যতম উৎসব এবং মিলন মেলায় পরিণত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে এ আয়োজনে স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। চট্টগ্রাম প্রেস ক্লাবের গ্রন্থাগার সম্পাদক আহমেদ কুতুবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- বাংলা একাডেমি পদকে ভূষিত লেখক-সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, রাশেদ রউফ ও মুহাম্মদ শামসুল হক প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close