reporterঅনলাইন ডেস্ক
  ১১ ফেব্রুয়ারি, ২০২৪

কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘ

মোংলায় অসহায়দের মধ্যে অনুদান প্রদান

কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘ মোংলায় অসহায় পরিবারের মাঝে গরু, ভ্যান গাড়ি, সেলাই মেশিন এবং অসহায় ছাত্রছাত্রীদের মাঝে আর্থিক অনুদান দেওয়া হয়। গতকাল শনিবার কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘ (সিজিএফডব্লিউএ) ২০০২ সালে যাত্রা শুরুর পর হতে বিভিন্ন জনকল্যাণমূলক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে প্রতি বছরের মতো এ বছরও কোস্টগার্ড পশ্চিম জোন অধীন মোংলা এনেক্স সংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট শারমীন এরশাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরিব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে গরু, ভ্যানগাড়ি, সেলাই মেশিন এবং অসহায় ছাত্রছাত্রীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন। এছাড়া গরিব, অসহায় ও বিধবা নারীদের নকশিকাঁথা, আলপনা এবং মৃৎশিল্প প্রশিক্ষণ পরিদর্শন করেন। জনকল্যাণমূলক এ কার্যক্রমে কোস্টগার্ড পশ্চিম জোনের পরিবার কল্যাণ সংঘের চেয়ারম্যানসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close