অনলাইন ডেস্ক
১১ ফেব্রুয়ারি, ২০২৪
অধ্যাপকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ
বিএসএমএমইউয়ে তদন্ত কমিটি গঠন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিউরোলজি বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যা বিভাগের এক সহকারী অধ্যাপকের অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশের ৮ (ক) (১) ধারা অনুযায়ী অতি দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যকে সভাপতি করে এবং একজন ডিন ও দুটি বিভাগের বিভাগীয় চেয়ারম্যানকে সদস্য করাসহ একজন কর্মকর্তাকে সদস্য সচিব করে মোট পাঁচ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সংবাদ বিজ্ঞপ্তি।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন