চট্টগ্রাম ব্যুরো

  ১০ ফেব্রুয়ারি, ২০২৪

মহিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে খাবার বিতরণ

চট্টগ্রাম মহানগরীর ওমরগনি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি শহীদ ছাত্রনেতা মহিম উদ্দিনের নামে গড়া ‘মহিম উদ্দিন ফাউন্ডেশন’ এর উদ্যোগে ১০০ জন অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি মেয়র (প্রতিমন্ত্রী) বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। সংগঠনটি শহীদ ছাত্রনেতা মহিমের স্মৃতির প্রতি সম্মান জানাতে প্রতি মাসে ১০০ জন অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ বছরব্যাপী নানা জনহিতকর উদ্যোগ হাতে নিয়েছে।

গত বৃহস্পতিবার বাগমনিরাম ওয়ার্ডে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ২০০৪ সালে বিচার বহির্ভূতভাবে ছাত্রনেতা মহিমকে হত্যা করে বিএনপি-জামায়াত জোট সরকার। তরুণদের মধ্যে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের আদর্শের চেতনা ছড়িয়ে দিতে তার নামটিকে স্মরণীয় করে রাখতে ‘মহিম উদ্দিন ফাউন্ডেশন’ কাজ করে যাচ্ছে। এ সময় আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, সহ-সভাপতি উম্মে হাবিবা আঁখি, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সিরাজ, আওয়ামী লীগ নেতা হাজী জসিম মিয়া, মো. ইসমাইল, রাসেল বাবু, সাহেদ সুমন, মো. আরমান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close