লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

  ০৮ ডিসেম্বর, ২০২৩

লোহাগাড়ায় এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আলহাজ মোস্তাফিজুর রহমান কলেজে এবং বার আউলিয়া ডিগ্রি কলেজে এইচএসসি/সমমান পরীক্ষা-২০২৩-এর অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছানের উদ্যোগে গত বুধবার মোস্তফিজুর রহমান কলেজে অনুষ্ঠিত হয় এ মতবিনিময় সভা। গতকাল বৃহস্পতিবার সকালে বার আউলিয়া ডিগ্রি কলেজেও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুুহাম্মদ ইনামুল হাছান। এ সময় তিনি শিক্ষার্থীদের পূর্ণ উদ্যমে এগিয়ে চলার আহ্বান জানানোর পাশাপাশি উচ্চশিক্ষা অর্জন ও ক্যারিয়ার গঠনে এইচএসসিতে ভালো রেজাল্টের গুরুত্ব নিয়ে মোটিভেশনাল বক্তব্য দেন। ইউএনও আরো বলেন, পরীক্ষায় ভালো ফলাফল করলে হবে না, ভালো মানুষও হতে হবে। একজন শিক্ষার্থী ৯৫ শতাংশ নম্বর পেয়েছে বলে খুশি হওয়ার কথা নয়, ওই শিক্ষার্থীরাই প্রকৃত মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে কি না, সেটা বড় বিষয়। তোমাদের মধ্যে থেকে প্রতিভা নিয়ে বের হবে আগামীতে। ভালো ফলাফলের জন্য শিক্ষকদেরও সঠিক পাঠদান করতে হবে।

মতবিনিময় সভায় লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, আলহাজ মোস্তফিজুর রহমান কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল হক, বার আউলিয়া ডিগ্রি কলেজ অধ্যক্ষ ফয়েজ উল্যাহ চৌধুরীসহ কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close