চবি প্রতিনিধি

  ০৮ ডিসেম্বর, ২০২৩

মাঝপথে অচল চবি শাটল ট্রেন শিক্ষার্থীদের দুর্ভোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের বহনকারী শাটল ট্রেনের ইঞ্জিন মাঝপথেই অচল হয়ে যাওয়ায় বিপাকে পড়েন শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার ষোলশহর থেকে ৯টা ৪৫ মিনিটে ছেড়ে যাওয়া বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চৌধুরীহাটস্থ স্টেশনের কাছাকাছি পৌঁছালে এ ঘটনা ঘটে। বিভিন্ন বিভাগের পরীক্ষা, টিউটোরিয়াল ও প্রেজেন্টেশন থাকায় বিপাকে পড়েন শিক্ষার্থীরা। পরে ষোলশহর থেকে বিশ্ববিদ্যালয়গামী ১০টা ৪০ মিনিটের ট্রেনেরও শিডিউল বিপর্যয় হয়। ২টা ৩০ মিনিটের ট্রেনও চৌধুরীহাটের কাছাকাছি আসলে বন্ধ হয়ে যায়। পরে আবার চালু হয়। পরীক্ষার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) চৌধুরী আমীর মোহাম্মদ মুছা বলেন, ট্রেনেরও শিডিউল বিপর্যয়ের কারণে সময় পিছিয়ে দিয়ে সবাই পরীক্ষা নেওয়া হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close