মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

  ০৬ ডিসেম্বর, ২০২৩

মনোহরগঞ্জে নাথেরপেটুয়া ডিগ্রি কলেজে ২ শিক্ষকের বিদায় সংবর্ধনা

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ডিগ্রি কলেজের কৃষি শিক্ষা বিষয়ের সহকারি অধ্যাপক ফিরোজ আহাম্মদ ও ইংরেজি বিষয়ের সহকারি অধ্যাপক বাবু তরণী কান্ত বর্মন এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর সোমবার কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবদুর রশিদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও কুমিল্লা জেলা পরিষদের সদস্য মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের বিদ্যোৎসাহী সদস্য মাষ্টার রুহুল আমিন। কলেজের বাংলা বিষয়ের সহকারি অধ্যাপক মাসুদ করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল আজিজ, কলেজের শিক্ষক প্রতিনিধি মোফাজ্জল হোসেন, সুফিয়া আক্তার, গোলাম কিবরিয়া সুমন, অধ্যাপক সালা উদ্দিন, বাবু স্বপন কুমার প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close