reporterঅনলাইন ডেস্ক
  ০৬ ডিসেম্বর, ২০২৩

মুন্সীগঞ্জে কোস্টগার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

বাংলাদেশ কোস্টগার্ড প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত উপকূল ও চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। উপকূল ও চরাঞ্চলের কর্মহীন এবং দুস্থ মানুষের প্রয়োজনের তুলনায় চিকিৎসাসেবা অপ্রতুল। এসব সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবায় সব সময় এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্টগার্ড। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার বাংলাদেশ কোস্টগার্ড মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার অধীন কোস্টগার্ড ডকইয়ার্ড ও বেইস প্রজেক্টসংলগ্ন এলাকায় ৩২৭ জন অসহায়, গরিব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী প্রদান করা হয়। এ কার্যক্রমে কোস্টগার্ড সদর দপ্তরের মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট আহমেদ রিফাত তাহমিদ, এএমসি ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close