রংপুর ব্যুরো

  ০৬ ডিসেম্বর, ২০২৩

পীরগাছায় উন্নয়নের ইতিবাচক সংবাদ প্রকাশে আশা ইউএনওর

রংপুরের পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছেন। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে জ্ঞানভিত্তিক অর্থনীতি ও উদ্ভাবনী একটি দেশ। তিনি আরো বলেন, বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে মানুষের সক্ষমতা ও জ্ঞানের ব্যবহারিক প্রজ্ঞায় পৌঁছে দেওয়া সম্ভব। এ ঘোষণার পর ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কাজ করছেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তরুণ প্রজন্ম স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। সে সঙ্গে দেশ ও বাঙালি জাতির উন্নয়নের লক্ষে পজিটিভ খবর পরিবেশন করে এগিয়ে যাক পীরগাছা রিপোর্টার্স ক্লাব।

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও নাজমুল হক সুমনকে নবনির্বাচিত কমিটি পীরগাছা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান ক্লাবের সভাপতি আবদুর রহমান রাসেল ও সাধারণ সম্পাদক রাজীব মুন্সি। সে সঙ্গে পীরগাছা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির সব সদস্যদের অভিনন্দন জানিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সবাইকে আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য আলমগীর ইসলাম, মোস্তাক আহমেদ বাবু, আহসান হাবিব, হাবিবুর রহমান হাবিব, মাসুদ রানা মুকুল, আবু সায়েদ প্রমুখ। গত ২৭ নভেম্বর পীরগাছা রিপোর্টার্স ক্লাব প্রগতিশীল সাংবাদিকদের সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close