reporterঅনলাইন ডেস্ক
  ০৬ ডিসেম্বর, ২০২৩

এগ্রি অ্যান্ড ফার্মিং অ্যাওয়ার্ড পেলেন ড. মো. শাহ কামাল খান

এটিএন নিউজ বাংলাদেশের কৃষি ও কৃষক নিয়ে নানা অনুষ্ঠান সম্প্রচার করে আসছে। দেশের কৃষির অগ্রযাত্রায় কাজ করছে সাধারণের অসাধারণ এই চ্যানেলটি। এবার কৃষি খাতে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করার উদ্যোগ নেয় এটিএন নিউজ। বাংলাদেশ শিশু একাডেমিতে গত সোমবার ‘এগ্রি অ্যান্ড ফার্মিং অ্যাওয়ার্ড-২০২৩’ শিরোনামের এই আয়োজনে ১৫টি বিভিন্ন ক্যাটাগরিতে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়। জমকালো এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবদুর রাজ্জাক। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন এটিএন নিউজ ও এটিএন বাংলা লিমিটেডের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। কৃষি ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এগ্রি টেক ক্যাটাগরিতে কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাকের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন বহুমাত্রিক অভিজ্ঞতা ও প্রতিভা সম্পন্ন প্রকল্প পরিচালক ড. মো. শাহ কামাল খান। ড. মো. শাহ কামাল খান ছোটবেলা থেকেই অসাধারণ মেধা ও সৃজনশীলতার স্বাক্ষর রেখে চলেছেন। শিক্ষা জীবনের প্রতিটি ধাপে তিনি প্রথম বিভাগ/শ্রেণি প্রাপ্ত হন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ হতে বিএসসিএজিতে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। তিনি একই বিশ্ববিদ্যালয় হতে এমএস ইন এগ্রোনমিতে প্রথম শ্রেণিতে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন। পিএইচডিতে ‘ধানের জেনেটিক ম্যাপিং’-এর ওপর গবেষণা করে সফলকাম এবং প্রসংশনীয় হন। তার পিএইচডি থিসিস ও প্রকাশনা ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে সমাদৃত হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close