ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ভালুকায় বন বিভাগের উচ্ছেদ অভিযান

ময়মনসিংহ বন বিভাগের ভালুকা রেঞ্জের হবিরবাড়ী এলাকায় অভিযান চালিয়ে স্থাপনাসহ সীমানা প্রাচীর ভেঙে গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় বন বিভাগ। বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুরে বন বিভাগের ভালুকা রেঞ্জের হবিরবাড়ী বিটের অধীনে সিএস ৯ দাগে আলম নামে একজন সীমান প্রাচীর নির্মাণ শুরু করেন এমন খবর পেয়ে ভালুকা রেঞ্জ কর্মকর্তা হারুন অর রশিদ উপস্থিত থেকে ভেঙে গুঁড়িয়ে দেন। এ সময় হবিরবাড়ী বিট কর্মকর্তা আশরাফুল আলম খান, কাদিগড় বিট কর্মকর্তা আনোয়ার হোসেনসহ রেঞ্জের সব স্টাফ উপস্থিত ছিলেন। হবিরবাড়ী বিট কর্মকর্তা আশরাফুল আলম খান বলেন, ভালুকা রেঞ্জের হবিরবাড়ী বিটের অধীনে সিএস ৯ দাগে আলম নামে একজন সীমান প্রাচীর শুরু করলে আমরা ভেঙে গুঁড়িয়ে দিয়েছি। বিভাগীয় বন কর্মকর্তা আ ন ম আবদুল ওয়াদুদের নির্দেশে ও ভালুকা রেঞ্জ কর্মকর্তা হারুন উর রশিদ খানের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয় এবং আমাদের এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
"