ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

  ০৫ ডিসেম্বর, ২০২৩

ভালুকায় বন বিভাগের উচ্ছেদ অভিযান

ময়মনসিংহ বন বিভাগের ভালুকা রেঞ্জের হবিরবাড়ী এলাকায় অভিযান চালিয়ে স্থাপনাসহ সীমানা প্রাচীর ভেঙে গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় বন বিভাগ। বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুরে বন বিভাগের ভালুকা রেঞ্জের হবিরবাড়ী বিটের অধীনে সিএস ৯ দাগে আলম নামে একজন সীমান প্রাচীর নির্মাণ শুরু করেন এমন খবর পেয়ে ভালুকা রেঞ্জ কর্মকর্তা হারুন অর রশিদ উপস্থিত থেকে ভেঙে গুঁড়িয়ে দেন। এ সময় হবিরবাড়ী বিট কর্মকর্তা আশরাফুল আলম খান, কাদিগড় বিট কর্মকর্তা আনোয়ার হোসেনসহ রেঞ্জের সব স্টাফ উপস্থিত ছিলেন। হবিরবাড়ী বিট কর্মকর্তা আশরাফুল আলম খান বলেন, ভালুকা রেঞ্জের হবিরবাড়ী বিটের অধীনে সিএস ৯ দাগে আলম নামে একজন সীমান প্রাচীর শুরু করলে আমরা ভেঙে গুঁড়িয়ে দিয়েছি। বিভাগীয় বন কর্মকর্তা আ ন ম আবদুল ওয়াদুদের নির্দেশে ও ভালুকা রেঞ্জ কর্মকর্তা হারুন উর রশিদ খানের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয় এবং আমাদের এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close