মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

  ০৩ ডিসেম্বর, ২০২৩

স্থানীয় সরকারমন্ত্রীকে লাকসাম-মনোহরগঞ্জের পেশাজীবীদের সম্মাননা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলামকে গত শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে লাকসাম-মনোহরগঞ্জ পেশাজীবী পরিষদের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়েছে। ‘লাকসাম-মনোহরগঞ্জ : একটি উন্নয়ন আলেখ্য’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে স্থানীয় সরকারমন্ত্রীর হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাকসাম-মনোহরগঞ্জ পেশাজীবী পরিষদের সভাপতি ডা. মুহাম্মদ আবদুল্লাহ তারেক ভূঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন শিল্পপতি মাইদুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের, কুমিল্লা জেলা পরিষদের সদস্য মেজর (অব.) হাবিবুর রহমান, মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মো. আবুল খায়ের, লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, লাকসাম-মনোহরগঞ্জ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অহিদ উল্লাহ মজুমদার, সাধারণ সম্পাদক লায়ন ওসমান গনি ভূঁইয়া, মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. সেলিম কাদের চৌধুরী, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, লাকসাম-মনোহরগঞ্জ পেশাজীবী পরিষদের কার্যকর সভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি ইঞ্জিনিয়ার শাহেদ কামাল ভূঁইয়া, আলিম উল্লাহ, জাহাঙ্গীর আলম, রবিউল আলম, নুর-ই-আলম সিদ্দিকী, তবারক হোসেন, আবদুল আজিজ, জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মু. রিয়াজুল হাসান খোন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ফয়েজ আহমেদ, আমান উল্লাহ, শারমিন আক্তার সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক আসাদ উজ জামান মাসুদ, মো. কামরুজ্জামান, আবদুল গাফফার, আবদুস সোবহান, শিক্ষা সংস্কৃতিবিষয়ক সম্পাদক ফেরদাউস আক্তার, ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক আক্তার হোসেন, সহসম্পাদক রুহুল আমিন, ক্রীড়া সম্পাদক আবু সেন মামুন, মুক্তি যুদ্ধবিষয়ক সম্পাদক প্রদীপ মজুমদার, প্রচার সম্পাদক আবদুল আল মামুন, সদস্য আলা উদ্দিন, মিজানুর রহমান, আজিজুর রহমান সুমন, আবদুল মমিনসহ আরো অনেকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close