reporterঅনলাইন ডেস্ক
  ০১ ডিসেম্বর, ২০২৩

এইচবিআরআই ও ইমেক্সকো ইন্টারন্যাশনালের চুক্তি সই

হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই) ও ইমেক্সকো ইন্টারন্যাশনাল লিমিটেডর মধ্যে গতকাল বৃহস্পতিবার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এইচবিআরআইর মহাপরিচালক প্রকৌশলী মো. আশরাফুল আলমের উপস্থিতিতে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন প্রজেক্ট অফিসার আহসান হাবিব, এইচবিআরআই এবং ইমেক্সকো ইস্টারন্যাশনাল লিমিটেডের উপমহাব্যবস্থাপক অনিমেশ কুমার গাঙ্গুলি। এ সমঝোতা স্মারকের আলোকে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট ও ইমেক্সকো ইন্টারন্যাশনাল লিমিটেড বাংলাদেশের কৃষিজমি, পরিবেশ রক্ষা ও পরিবেশবান্ধব গৃহনির্মাণে বিকল্প সামগ্রী তৈরির আধুনিক প্রযুক্তি ও পণ্য ব্যবহার সম্প্রসারণের ক্ষেত্রে এবং প্রধানমন্ত্রীর প্রদত্ত অনুশাসন বাস্তবায়নে ভূমিকা রাখবে। সমঝোতা স্মারক অনুষ্ঠানে এইচবিআরআইর প্রিন্সিপাল রিসার্চ অফিসার স্থপতি মো. নাফিজুর রহমান, প্রিন্সিপাল রিসার্চ ইঞ্জিনিয়ার মোহাম্মদ পারভেজ খাদেমসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের গবেষক উপস্থিত ছিলেন এবং ইমেক্সকো ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রকৌশলী মো. তারেক আজিজ, সহকারী ব্যবস্থাপক (আফটার সেলস অ্যান্ড সার্ভিস) প্রকৌশলী মো. হাসান আজিজ রাফি, সিনিয়র অফিসার (মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন) মির্জা গালিব, অ্যাকাউন্টস অফিসার উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close