ঈশ্বরদী প্রতিনিধি

  ৩০ নভেম্বর, ২০২৩

ইউরেনিয়ামের শেষ চালান রূপপুরে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের প্রথম পর্যায়ের শেষ চালান (সপ্তম চালান) ঈশ্বরদীর রূপপুর প্রকল্পে এসে পৌঁছেছে। গত শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ইউরেনিয়ামবাহী গাড়িটি প্রকল্প এলাকায় প্রবেশ করলে কর্মরতরা স্বাগত জানান। ইউরেনিয়ামের এ চালান ঢাকা থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় বঙ্গবন্ধু সেতু হয়ে নাটোরের বনপাড়া ও পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া হয়ে রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছায়।

প্রকল্পের ইনচার্জ রুহুল কুদ্দুস টুটুল বলেন, বৃহস্পতিবার রাশিয়া থেকে পূর্ববর্তী ৬টি চালানের মতোই বিশেষ বিমানে ঢাকায় পৌঁছে ইউরেনিয়াম। গত বৃহস্পতিবার রাতে এ চালান ঢাকা থেকে সড়কপথে রওনা দিয়ে শুক্রবার সকালে রূপপুরে এসে পৌঁছায়। এ কারণে ভোর থেকে ঈশ্বরদীর দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কে কঠোর নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যমান হয়। রাস্তাঘাটে সব ধরনের যান চলাচল এমনকি পায়ে হেটে চলা মানুষকেও গতিরোধ করে কিছু সময়ের জন্য রাস্তা বন্ধ রাখা হয়। ইউরেনিয়াম বহনকারী গাড়ি প্রকল্প এলাকায় প্রবেশের পর রাস্তাঘাট জনগণের জন্য উন্মুক্ত করা হয়। পাকশী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন বলেন, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামের চালান রূপপুর পৌঁছেছে। সড়কপথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর আসার সময় কিছুক্ষণের জন্য সড়কে অন্য যান চলাচল বন্ধ ছিল।

প্রসঙ্গত বলতে হয়,এর আগে গত ২৯ সেপ্টেম্বর প্রথম, ৬ অক্টোবর দ্বিতীয়, ১৩ অক্টোবর তৃতীয়, ২০ অক্টোবর চতুর্থ, ২৭ অক্টোবর পঞ্চম এবং ৩ নভেম্বর ষষ্ঠ চালান ঢাকা থেকে সফলভাবে ঈশ্বরদীর রূপপুরে পৌঁছে । প্রথম পর্যায়ের মোট সাতটি চালানের মধ্যে পর্যায়ক্রমে সবকটি চালান রূপপুরে এসেছে। প্রথম পর্যায়ের জ্বালানি দিয়ে প্রাথমিক পর্যায়ে নিরবচ্ছিন্নভাবে এক বছর ২৪০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদিত হবে।

জানা গেছে, রূপপুরে বিদ্যুৎ উৎপাদনে যে জ্বালানি ব্যবহার হবে চুক্তি অনুযায়ী রাশিয়া তিন বছর বিনামূল্যে তা সরবরাহ করবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close