reporterঅনলাইন ডেস্ক
  ৩০ নভেম্বর, ২০২৩

কৃষি ক্যাডার অ্যাসোসিয়েশনের ২৭তম ব্যাচ

সভাপতি শরিফুল ইসলাম, সম্পাদক অঞ্জন চন্দ্র মন্ডল

রাজধানীর খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে গত মঙ্গলবার ২৭তম বিসিএস (কৃষি) ক্যাডার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২৭তম বিসিএস (কৃষি) ক্যাডার অ্যাসোসিয়েশনের সব সদস্যদের মতামতের ভিত্তিতে ২০২৩-২৪ সাল ও ২০২৪-২৫ সালের জন্য ২৭তম বিসিএস (কৃষি) ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালক মোহাম্মদ শরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মসূচি পরিচালক অঞ্জন চন্দ্র মন্ডলকে মনোনীত করা হয়। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে সভায় উপস্থিত সব সদস্য অভিবাদন জ্ঞাপন করেন। মনোনীত সভাপতি এবং সাধারণ সম্পাদক আগামী দুই বছরের জন্য স্ব স্ব পদের ন্যস্ত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন মর্মে অঙ্গীকারবদ্ধ হন এবং তাদেরকে মনোনীত করার জন্য ২৭ তম বিসিএস (কৃষি) ক্যাডার অ্যাসোসিয়েশনের সব সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close