জবি প্রতিনিধি

  ৩০ নভেম্বর, ২০২৩

আ. লীগের নির্বাচনী ইশতেহারে জবিশিসের পাঁচ প্রস্তাবনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে তোড়জোড় চোখে পড়ার মতো। দলগুলোর নির্বাচনী ইশতেহার নিয়ে চলছে নানান বিচার বিশে¬ষণ। তারই অংশ হিসেবে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন কমিটিকে চিঠি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস)। বিশ্ববিদ্যালয়ে দেশি-বিদেশি শিক্ষক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে উচ্চশিক্ষা কমিশনে রূপান্তরের দাবিসহ ৫ প্রস্তাবনা দিয়েছে তারা। গত সোমবার জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. একেএম লুৎফর রহমান স্বাক্ষরিত এসব প্রস্তাবনা আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন কমিটি-২০২৩ এর আহ্বায়ক ড. মো. আব্দুর রাজ্জাককে পাঠানো হয়েছে।

প্রস্তাবনায় বলা হয়, শিক্ষা ও প্রযুক্তি খাতে বাজেট বরাদ্দ বাড়লেও আনুপাতিক হারে দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায় বাংলাদেশের শিক্ষার সার্বিক মান উন্নয়নে শিক্ষায় বরাদ্দ আরো বাড়ানো প্রয়োজন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মনে করে একটি বুদ্ধিদীপ্ত, উদ্ভাবনী ও সৃষ্টিশীল জাতি বিনির্মাণের লক্ষ্যকে সামনে রেখে টেকসই উন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী জাতীয় বাজেটের ২০ শতাংশ এবং জিডিপির ৫ থেকে ৬ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করা দরকার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close