টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

  ২৯ নভেম্বর, ২০২৩

বঙ্গবন্ধুর সমাধিতে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। গতকাল মঙ্গলবার দুপুর ১টায় তিনি পিরোজপুর থেকে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিসৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক বিশ্বাসসহ পিরোজপুর ও নাজিরপুরের আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিসৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বাগেরহাট ৪ (মোড়লগঞ্জ-শরণখোলা) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগ। এর আগে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুস সোবহান গোলাপ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close